মালদা

মালদা জেলার দুটি আসনে নির্বাচনের তোড়জোড়

 

রাত পোহালেই নির্বাচন উৎসবে মেতে উঠবে মালদা জেলাবাসী। তাইতো জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক নজরে দেখে নেওয়া যাক মালদা জেলার দুটি কেন্দ্রের খুঁটিনাটি সমস্ত তথ্য।

    এবার জেলায় মোট ভোট কর্মী ১৩,৯৫৮ জন। মডেল বুথের সংখ্যা ৪ টি। ভোটার সংখ্যা ৩৬ লক্ষ ৩৭ হাজার ৯৪২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৮ লক্ষ ৪২ হাজার ৭৬৬ জন ও মহিলা ভোটার ১৭ লক্ষ ৯৫ হাজার ০৭৩ জন। মোট বুথের সংখ্যা ৩৫৭১ টি। যার মধ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৬০ টি। সিসিটিভি বুথ হচ্ছে ১৭০০ টি। নাকা চেকিং রয়েছে ৪০ টি। দুটো বুথ থাকলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে চারজন, পাঁচটা বুথ থাকলে সেখানে থাকবে আট জন, ছয়টা বুথ থাকলে সেখানে থাকবে ১২ জন কেন্দ্রীয় বাহিনী। ২০০ টি বুথ মাইক্রো ওবসার্ভারে থাকবে।